দীপাবলির রাতে আসামে জিএনএলএ-র গুলিতে নিহত ৭

দীপাবলির রাতে আসামে জিএনএলএ-র গুলিতে নিহত ৭

দীপাবলির রাতে আসামে জিএনএলএ-র গুলিতে নিহত ৭আসামের গোয়ালপাড়ায় দীপাবলির রাতে গুলি চালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিস দেরি করে পৌঁছেছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ দীপাবলির রাতে আগিয়া থানার অন্তর্গত গেঁদামারি এলাকায় গুলি চালায় মেঘালয়ের গ্যারো ন্যাশনাল লিবারেশন আর্মি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মৃতদের সনাক্ত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, ভোলানাথ রভা, অমরেন্দ্র রভা, জয়ন্ত রভা, পুরন রভা, কল্পনাথ রভা ও লুলু রভা। ঘটনার পর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আগামী ১৩ থেকে ২৫ নভেম্বর রভা হাসং অটোনমাস কাউন্সিলের নির্বাচনকে ঘিরে গত ২০ অক্টোবর থেকেই হিংসাত্মক চেহারা নিয়েছে গোয়ালপাড়া। ২০০৯ সাল থেকেই পৃথক রাজ্যের দাবিতে সন্ত্রাস চালাচ্ছে মেঘালয়ের গারো পার্বত্য জঙ্গলের গ্যারো ন্যাশনাল লিবারেশন আর্মি।



First Published: Monday, November 4, 2013, 14:34


comments powered by Disqus