Last Updated: October 19, 2011 18:00

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ওটেলুল গালাতির মত কম জনপ্রিয় দলকে হারাতে রীতিমত কালঘাম ছুটে গেল ফার্গুসনের ছেলেদের। খেলার ফল ২-০। নির্ধারিত সময় একাধিক গোলের সুযোগ হারান রুনিরা। নব্বই মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময় দুটি পেনাল্টি থেকে গোল করেন রুনি।
First Published: Wednesday, October 19, 2011, 18:00