Last Updated: July 7, 2014 23:49

আগামিকাল রেলবাজেট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এটাই মোদী সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। এবারের বাজেটে ডিজেল চালিত ট্রেনের পরিবর্তে সৌরবিদ্যুত চালিত ট্রেনের ওপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
জোর দেওয়া হতে পারে দ্রুতগতির বুলেট ট্রেন চালানোর ওপরও। অর্থাভাবে ধুঁকতে থাকা রেলের আয় বাড়াতে জোর দেওয়া হতে পারে পিপিপি মডেল ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ওপর। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পাঁচ হাজার মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করতে পারে রেল।
এর মধ্যে রেলের জন্য বিশেষ সোশ্যাল নেকওয়ার্কিং অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন সদানন্দ গৌড়া।
First Published: Monday, July 7, 2014, 23:49