কাল প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, First test tomorrow

প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজটসে জিতে প্রথম ব্যাট করতে নামল ওয়েস্ট ইন্ডিজ। কোটলায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে আয়োজকদের মধ্যে সাজোসাজো রব। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ধোনি ব্রিগেড। কোটলায় প্রথম টেস্টে কে জিতবে,তার থেকেও বড় প্রশ্ন সচিন কি সেঞ্চুরির সেঞ্চুরি পাবেন? ক্রিকেটদর্শকদের চাহিদার থেকেও এখন সেরা একাদশ গড়তেই ব্যস্ত ধোনি-ফ্লেচার জুটি। ব্যাটিং অর্ডারে যুবরাজ না কোহলি,কার ঠাঁই হবে কোটলা টেস্টে,তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তিন পেসার-এক স্পিনার নাকি দুই পেসার-দুই স্পিনার-এই কম্বিনেশন নিয়েও জটিলতা কাটলনা শনিবার রাত পর্যন্ত। এক স্পিনার হলে অশ্বিনই হতে চলেছেন ধোনির প্রথম পছন্দ। ইংল্যান্ডের মাটিতে ব্যর্থতা কাটিয়ে টেস্টে আবার একনম্বর স্থানে পৌঁছাবার জন্য কোটলা টেস্টই হতে চলেছে ধোনিদের প্রথম পদক্ষেপ।
 

First Published: Sunday, November 6, 2011, 11:49


comments powered by Disqus