Last Updated: September 28, 2012 22:13

যে সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন তার সিক্য্যালে অভিনয় করতে দিব্য রাজি কলিন ফার্থ। কিংস স্পিচে ফিরবেন বলে হলিউডে গুঞ্জন।
সুত্রে খবর, সিকোয়েলটি দেখাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের ওপর অক্ষশক্তির বোমাবর্ষণে কেমনভাবে রাজপরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং রাজপরিবারের স্পিচ থেরাপিস্টের পরিবারের মত সাধারণ একটি পরিবারের তুলনায় সেই ক্ষতি কতটা অন্যরকম।
এখনও ব্রিটেনের জনমানসে এই বোমাবর্ষণ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা যায় । যদিও সিনেমার ফোকাস থাকবে রাজা জর্জের ওপর কিন্তু সেই সাথে এটাও দেখানো হবে এই বোমাবর্ষণের প্রভাব রাজপরিবারে কতখানি পড়েছিল।
সহঅভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টার ও জিওফ্রে রাশ এই সিকোয়েলে কাজ করতে আগ্রহী বলে জানা গেছে । পরিচালক টম হুপার-ও ফিরতে পারেন ।
২০১১ সালের শ্রেষ্ঠ সিনেমা বাদেও কলিন ফার্থের জন্য শ্রেষ্ঠ অভিনেতা সহ ৪ খানা অস্কার ব্যাগে পুরেছিল কিংস স্পিচ । এছাড়া জুটেছিল বাফটা গোল্ডেন গ্লোব সহ আরো প্রচুর পুরষ্কার । বানাতে মাত্র ৯ মিলিঅন পাউন্ড খরচ হলেও ছবিটি ব্যবসা করেছিল ২৫০ মিলিয়ন পাউন্ডের ।
First Published: Monday, October 1, 2012, 23:43