দীঘায় ১১ লাখের, ছ`ফুট লম্বা মাছ উঠল মৎস্যজীবীদের জালে

দীঘায় ১১ লাখের, ছ`ফুট লম্বা মাছ উঠল মৎস্যজীবীদের জালে

Tag:  digha Fish
দীঘায় ১১ লাখের, ছ`ফুট লম্বা মাছ উঠল মৎস্যজীবীদের জালেমাছের দাম এগারো লাখ টাকা। দীঘার মোহনায় মত্‍স্যজীবীদের জালে উঠেছে মাছটি। নাম খচ্চর ভোলা। ছ ফুট লম্বা। মাছটির ওজন ৫৪ কেজি। প্রতি কেজি কুড়ি হাজার পাঁচশ টাকা দরে দিঘা মোহনার আড়ত্‍-এ আজ বিক্রি হয়েছে খচ্চর ভোলা। দুষ্প্রাপ্য এই মাছটির পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। মাছটি খেতেও সুস্বাদু। তাই বিদেশের বাজারে মাছটির যথেষ্ট চাহিদা। প্রায় ২০০ নটিক্যাল মাইল গভীরে সমুদ্রে মাছটির দেখা মেলে।

কিন্তু দীঘার অধিকাংশ ট্রলার ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরে থাকে। স্বাভাবিক ভাবেই এর আগে খচ্চর ভোলা দীঘার মত্‍স্যজীবীদের অধিকাংশই চোখেই দেখেননি । তাঁদের অনুমান জাহাজের আঘাত বা হাঙরের আক্রমনে মাছটি আহত হয়ে মোহনার দিকে চলে আসে। আর তার ফলে মত্স্যজীবীদের জালে ধরা পরেছে মাছটি।

First Published: Friday, December 27, 2013, 21:42


comments powered by Disqus