মুক্ত মত্‍স্যজীবীরা

মুক্ত মত্‍স্যজীবীরা

মুক্ত মত্‍স্যজীবীরামুক্তি পেলেন জলদুস্যদের হাতে বন্দি ১১ জন ভারতীয় মত্স্যজীবী। বাংলাদেশি পরিচয় দিয়ে তাঁদের শুক্রবার সকালে নামিয়ে দিয়ে যায় জলদস্যুরা। এখন বাংলাদেশের বাগেরহাটের শরণখোলায় আছেন তাঁরা। ওই ১১ জনকে বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

সুন্দরবনের কেঁদোদ্বীপে জলদস্যুদের কবলে পড়েছিলেন কাকদ্বীপের মত্স্যজীবীরা। ১৪ জন মত্স্যজীবী-সহ মা তারা নামে একটি ট্রলারকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। এক মত্স্যজীবীর মৃত্যুর পর ১৩ জন নিখোঁজ ছিলেন। প্রায় সপ্তাহখানেক পর জলদু্স্যদের কবল থেকে মুক্তি পেলেন ১১ জন ভারতীয় মত্স্যজীবী।  সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনাধিকারিক মিহির কুমার দে জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের শেলারচর ক্যাম্পে একটি ট্রলার নোঙর করে। ওই ট্রলারে থেকে ভারতীয় মত্স্যজীবীদের ক্যাম্পে নামিয়ে দেওয়া হয়। ভারতীয় মত্স্যজীবীরা জানিয়েছেন তাঁদের আরও দুই সঙ্গী ট্রলার থেকে জলে ঝাঁপ দিয়েছিলেন। ভারতীয় মত্স্যজীবীদের ফিরে আসার বিষয়টি হাই কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহিরকুমার দে।

First Published: Friday, February 3, 2012, 21:16


comments powered by Disqus