Last Updated: January 6, 2012 19:46

তিনি এখন পুরোপুরি সুস্থ। এক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফিরছেন। জানিয়ে দিলেন যুবরাজ সিং। শুক্রবার যুবি জানিয়েছেন, গত দু-সপ্তাহ ধরেই তিনি অনুশীলন করছেন। ফিটনেস নিয়েও তাঁর কোনও সমস্যা নেই।
ফুসফুসের টিউমারের জন্য যুবরাজকে বেশ কিছুদিন ক্রিকেট থেকে সরে থাকতে হয়েছিল। এই মুহূর্তে যুবরাজ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেস বাড়াতে ব্যস্ত।
তাঁর আশা, অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের আগেই তিনি পুরোপুরি খেলার মত অবস্থায় চলে আসবেন। একদিনের পাশাপাশি ভারতীয় টেস্ট দলেও ফের সুযোগ পাওয়ার ব্যাপারেও আশাবাদী যুবি। অপরদিকেঅস্ট্রেলিয়া সফরে পরপর দুটি টেস্টে হারের জন্য ভারতীয় ব্যাটিং লাইন-আপকেই দায়ী করছেন যুবি।
তবে ইংল্যান্ড সিরিজের মত ভারত অসিদের কাছে হোয়াইটওয়াশ হবে না বলেই মনে করেন তিনি। তবে সব কিছুর ঊর্ধ্বে যুবরাজের রাজকীয় প্রত্যাবর্তনের আশায় আপাতত ক্রিকেট বিশ্ব।
First Published: Friday, January 6, 2012, 19:46