বিহারে একই পরিবারের পাঁচ শিশু কন্যাকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা

বিহারে একই পরিবারের পাঁচ শিশু কন্যাকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা

Tag:  Bihar Gaya Girl child
বিহারে একই পরিবারের পাঁচ শিশু কন্যাকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা
বিহারে একই পরিবারের পাঁচ শিশু কন্যাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গয়ার কাছে একটি গ্রামে কাল রাতে ৮ থেকে ১৩ বছর বয়সী ওই পাঁচটি শিশু ঘুমন্ত অবস্থায় খুন হয়।

ওই পাঁচটি শিশুই সম্পর্কে তুতো বোন। ঘটনার সময় বাড়িতে তাদের কোনও অভিভাবক ছিলেন না।

গয়ার এক জেলা আধিকারিক জানিয়েছেন এই পাঁচ শিশু কন্যার বাবারা সম্পর্কে ভাই হন। এক গ্রামবাসী কিছুদিন আগে এই তিন ভাইয়ের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই গ্রাম থেকে এই তিন ভাই আপাতত ফেরার।

অদ্ভুত ভাবে এই পাঁচ শিশু কন্যার ভাইদের উপর কোনও আক্রমণই করেননি দুষ্কৃতীরা। পুলিস সূত্রে খবর, সম্ভবত ব্যক্তিগত বিদ্বেষের কারণেই খুন হতে হয়েছে পাঁচটি শিশুকে।

First Published: Thursday, December 5, 2013, 15:37


comments powered by Disqus