দিঘা বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের

দিঘা বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের

Tag:  Digha Car accident
দিঘা বেড়াতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের। একবালপুর থেকে গাড়ি ভাড়া করে দিঘা বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের এগরার কাছে ঘন কুয়াশার কারণে গাছে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে এগরা হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের।শনিবার ভোরে একবালপুর থেকে গাড়ি ভাড়া করে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন একই পরিবারের তেরোজন সদস্য। ঘন কুয়াশার কারণে পূর্ব মেদিনীপুরের এগরার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এগারোজনকে এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও তিনজনের। বাকীদের চিকিত্সা চলছে।

মৃতেরা হলেন জুলফিকার আলি, সনু, জুলি, ডলি এবং রোশনি। তাঁরা সবাই কলকাতার একবালপুরের বাসিন্দা। পুলিস সূত্রে দুর্ঘটনার খবর আসতেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মৃতদেহ আনতে এগরা রওনা হয়েছেন বাড়ির লোক।


First Published: Saturday, January 4, 2014, 21:35


comments powered by Disqus