Last Updated: August 27, 2013 20:31

বেসুতে র্যাগিংয়ে অভিযুক্ত পাঁচ ছাত্রকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। পাঁচ ছাত্রকেই বিশ্ববিদ্যালয় ও হস্টেল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ষষ্ঠ ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারলেও হস্টেলে থাকতে পারবেন না।
বেসুতে র্যাগিং রোধে এবার কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। গত ২২ তারিখ রাতে ৭ নম্বর হস্টেলে প্রথম বর্ষের ছাত্র রাজীব রঞ্জনকে ডেকে পাঠায় দ্বিতীয়বর্ষের পাঁচ ছাত্র। চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এরপরই বেসুর নিরাপত্তাকর্মীদের চোখে পড়ে যান প্রথম বর্ষের ছাত্র রাজীবরঞ্জন। তাদের কাছেই গোটা ঘটনাটি জানান তিনি। চিহ্নিত করা হয় দ্বিতীয় বর্ষের পাঁচ ছাত্রকে।
এরপরই দ্বিতীয় বর্ষের পাঁচ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত ওই ছাত্র ছাত্র। অ্যান্টি র্যাগিং কমিটিতে জমা পড়ে অভিযোগ। পাঁচদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় বেসু কর্তৃপক্ষ। এরপরই অভিযুক্ত ওই পাঁচ ছাত্রকে একবছরের জন্য বহিষ্কারের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
র্যাগিং-এ অভিযুক্ত পাঁচছাত্রকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছে অভিভাবকদের।
First Published: Tuesday, August 27, 2013, 20:31