Last Updated: June 16, 2012 15:48

ডায়নার শাখা নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গেল নাগরাকাটার খেরকাটা বস্তি। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে ডায়নার জলস্তর বেড়ে যায়। জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ৩০০টি বাড়ি। ত্রাণ বন্টনের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টিতে কচি ডায়না নদীতে জলস্তর বাড়তে থাকে। মধ্য রাত থেকেই জল ঢুকতে শুরু করে নাগরাকাটা সহ পার্শবর্তী এলাকায়। খেড়কাটা বস্তির প্রায় তিনশোটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। টানা বৃষ্টির ফলে অন্যত্র সরে যেতেও পারেননি বাসিন্দারা। সকালের দিকে ফের জল ঢুকতে শুরু করলে সমস্যা দেখা দেয়। তবে সকাল থেকেই এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করে জেলা প্রশাসন। ত্রিপল, শুকনো খাবার বিলি করা হয়।
ত্রাণ বিলির পাশাপাশি দুর্গতদের উঁচু জায়গায়ও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
First Published: Saturday, June 16, 2012, 15:48