পাঁশুকুড়ায় ৩১টি গ্রাম জলের তলায়

পাঁশুকুড়ায় ৩১টি গ্রাম জলের তলায়

পাঁশুকুড়ায় ৩১টি গ্রাম জলের তলায় ক্রমশ অবনতি হচ্ছে পাঁশকুড়ার বন্যা পরিস্থিতির। ৩১টি গ্রাম ইতিমধ্যেই জলের তলায়। সম্পূর্ণ জলবন্দি হয়ে পড়েছেন প্রায় ১১টি গ্রামের মানুষ। ত্রাণ নিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ক্ষোভ।

কংসাবতীর জলে বানভাসি পূর্ব মেদিনীপুরের  বিস্তীর্ণ অঞ্চল। কয়েক হাজার একর জমি চলে গিয়েছে জলের তলায়। নষ্ট হয়েছে ফসল। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়ার পুরসভার চোদ্দ ও পনের নম্বর ওয়ার্ড।

First Published: Sunday, August 25, 2013, 09:30


comments powered by Disqus