উত্তরাখণ্ড, হিমাচলে বন্যা, মৃত ৭

উত্তরাখণ্ড, হিমাচলে বন্যা, মৃত ৭

উত্তরাখণ্ড, হিমাচলে বন্যা, মৃত ৭প্রবল বর্ষণের জেরে উত্তরাখণ্ডের উত্তরকাশিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রবল বর্ষণের কারণে হড়কা বান পাহাড়ে ধস নেমে বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের মানালিতেও।

উত্তরাখণ্ডের বন্যায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩ জন জওয়ান-সহ ৫০ জন নিখোঁজ। ভাগীরথী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদীর পার্শ্ববর্তী গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। বন্যার ফলে সবচেয়ে খারাপ পরিস্থিতি চামৌলি ও আলমোড়ার। বন্ধ করে দেওয়া হয়েছে হৃষিকেশ-বদ্রী হাইওয়ে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত `চারধাম যাত্রা` স্থগিত রেখেছে উত্তরাখণ্ড সরকার।

অন্যদিকে হিমাচল প্রদেশে মানালির কাছে পলচনে হড়কা বানের জেরে রোটাং-লেহ হাইওয়েতে ধস দেখা দিয়েছে। এর ফলে ওই সড়কপথ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির মোকাবিলার জন্য সেনাবাহিনী, ভারত-তিব্বত সীমান্ত পুলিস এবং সীমান্ত সড়ক সংস্থা(বিআরও)-র সাহায্য চেয়েছে সংশ্লিষ্ট দুই রাজ্যের সরকার।

First Published: Saturday, August 4, 2012, 12:24


comments powered by Disqus