Last Updated: August 26, 2013 16:05

দিন তিনেক আবহাওয়া শুকনো থাকার পর ফের শুরু হল বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের সক্রিয় ঘূর্ণাবর্ত। এর জেরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। কয়েকদিন অসহ্য গুমোটের পর ফের ঘন মেঘে ঢেকে গেছে কলকাতার আকাশ। বেশি বৃষ্টি হবে রাজ্যের উপকূলের জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এরইমধ্যে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে তিন জন ছাত্রের। আহত হয়েছেন ১০ জন।
First Published: Monday, August 26, 2013, 19:18