হিট করবে `ফ্লপ-ই` ? folp e, flop or hit?

হিট করবে `ফ্লপ-ই`?

হিট করবে `ফ্লপ-ই`?বছরের শুরু থেকেই এক্সপেরিমেন্টাল ফিল্মের দিকে ঝুঁকেছেন টলিউডের ডেবিউ ফিল্মমেকাররা। লম্বা লাইনের প্রথম সারিতেই রয়েছেন পরিচালক প্রীতম সরকার।

শহুরে মানুষের জীবনের ব্যর্থতাই কাহিনী নিয়েই তাঁর ছবি `ফ্লপ-ই`। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন নীল দত্ত। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম, সব্যসাচী চক্রবতী এবং বরুণ চন্দ। ছবিটির সফলতা নিয়ে ছবির পরিচালক থেকে অভিনেতারা প্রত্যেকেই খুব আশাবাদী। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে। সবচেয়ে ব়ড কথা, `ফ্লপ-ই` প্রথম বাংলা ছবি যার প্রিমিয়ার হয়েছে সুদূর লন্ডনে। 

First Published: Thursday, January 12, 2012, 14:38


comments powered by Disqus