গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখুন: শশা ও লেবুর ফেস মাস্ক

গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখুন: শশা ও লেবুর ফেস মাস্ক

গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখুন: শশা ও লেবুর ফেস মাস্কশশার সাহায্যে ত্বকের কালো পোড়া ভাব যেমন দূর করা যায়, তেমনই চেহারায় আসে তরতাজা ভাব। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড কাজ করে মেলানিনের ভাব কম রাখতে। এই দুইয়ের সাহায্যে বানানো যেতে পারে গরমের উপকারী ফেস মাস্ক।

কী কী লাগবে-

শশার রস-১ টেবিল চামচ
লেবুর রস-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গ্লিসারিন-১ চা চামচ(শুষ্ক ত্বকের জন্য)

কীভাবে ব্যবহার করবেন-

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে সারা মুখে লাগান। চোখের তলার অংশেও লাগাবেন। তুলোর বলের সাহায্যে লাগালে সবথেকে ভাল। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে মুখে ধুয়ে নিন।

টানা ১ সপ্তাহ প্রতিদিন ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে। তৈলাক্ত ত্বকের পক্ষে সবথেকে ভাল।

First Published: Tuesday, May 6, 2014, 17:03


comments powered by Disqus