Last Updated: December 18, 2012 10:40

মুম্বই হামলার তদন্তে হাফিজ সইদ পাকিস্তানেই রয়েছে। কখনও গ্রেফতার হয়নি তাঁকে। রেহমান মালিক এ বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। গতকাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারকে নতুন করে আক্রমণ করেছে বিজেপি। পাকিস্তানের সঙ্গে আলোচনা, ক্রিকেট ম্যাচ বন্ধের দাবি জানিয়েছে তারা।
সাম্প্রতিক ভারত সফরে পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক মুম্বই হামলার সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের তুলনা করেছিলেন। বলেছিলেন, "লস্কর-ই-তৈবা জঙ্গি আবু জুন্দাল ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখনই কেন এই মন্তব্যের প্রতিবাদ করেননি? এই প্রশ্ন তুলে বিজেপি আগেই সরকারের বিরুদ্ধে সুর চড়া করেছিল। এ বার তাতে যোগ হল নতুন মাত্রা।
সোমবার, সংসদে সুয়ো মোটো বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "মুম্বই সন্ত্রাসের মূল ষড়যন্ত্রকারী হাফিজ সইদ সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন রেহমান মালিক। তিনি হাফিজ সইদের গ্রেফতারের দাবি করলেও ২৬/১১-র ঘটনায় পাকিস্তানের মাটিতে কখনও তাঁকে ধরা হয়নি।" এদিন নিজের বিবৃতিতে সুশীলকুমার শিণ্ডে হাফিজ সইদের নামের আগে শ্রী ও মিস্টার শব্দদুটি ব্যবহার করেন।
পাক অভ্যন্তরীণ মন্ত্রীর মন্তব্য ও ভুল তথ্য দেওয়া নিয়ে কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। তাদের অভিযোগ, পাকিস্তান ইস্যুতে সুর নরম করছে সরকার। যা দেশের পক্ষে ভাল নয়। যদিও, কংগ্রেস, বিজেপির এই বক্তব্য খারিজ করে দিয়েছে। আলোচনার মাধ্যমেই পাকিস্তানের সঙ্গে বকেয়া সমস্যা মেটানোর ওপর জোর দিয়েছে তারা।
First Published: Tuesday, December 18, 2012, 10:40