আজ তিলজলায় যাচ্ছে না ফরেন্সিক দল, Forensic team at Tiljala

আজ তিলজলায় যাচ্ছে না ফরেন্সিক দল

আজ তিলজলায় যাচ্ছে না ফরেন্সিক দলসোমবার রাতে জুতোর কারখানায় লাগা আগুন এখনও নেভেনি। পিছনের দিকের ছোট ছোট পকেটে দেখা যাচ্ছে আগুনের শিখা। বাড়িটিও উত্তপ্ত হয়ে রয়েছে। এছাড়া এখনও ভিতরে প্রচুর ধোঁয়া রয়েছে। ফলে নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক দলের বিশেষজ্ঞদের সমস্যা হবে। সেকারণেই আজ তিলজলায় যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে ফরেন্সিক দল। আগামিকাল তারা ঘটনাস্থলে যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও এইসব বেআইনী কারখানার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে কাজের কাজ কিছুই হয়নি। অগ্নিকাণ্ডের জেরে আপাতত ঘরছাড়া তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের থাকার কোনও বন্দোবস্ত করেনি প্রশাসন।





First Published: Thursday, December 22, 2011, 14:36


comments powered by Disqus