Last Updated: March 30, 2013 10:45

পণ নিয়ে পুত্রবধুর উপর অত্যাচারের অভিযোগে হাওড়ার শালিমার থেকে গ্রেফতার হলেন ওড়িশার প্রাক্তন আইনমন্ত্রী রঘুনাথ মোহান্তি। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। গত দু'সপ্তাহ ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন।
মোহান্তির পুত্র রাজা শ্রী মোহান্তি স্ত্রীয়ের উপর অত্যাচারের অভিযোগে মার্চের ১৬ তারিখ গ্রেফতার হন।
গত বছর জুনে রাজা শ্রী মোহান্তির বিয়ে হত। স্ত্রী বর্ষা সোনি চৌধুরীর অভিযোগ, বিয়ের পর থেকেই পণ নিয়ে তাঁর উপর অত্যাচার চালান তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি।
নরীন পট্টনায়কের সরকারে রঘুনাথ মোহান্তি আইন, তথ্য প্রযুক্তি এবং নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন। চলতি মাসের গোড়ার দিকে তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেন।
First Published: Saturday, March 30, 2013, 10:51