প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গিলানির ছেলেকে অপহরণ করল জঙ্গিরা

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গিলানির ছেলেকে অপহরণ করল জঙ্গিরা

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গিলানির ছেলেকে অপহরণ করল জঙ্গিরা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি হায়দর গিলানিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে মুলতান থেকে অজ্ঞাত এক ব্যক্তি অপহরণ করে বলে খবর। ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান পুলিসের।

মুলতানের ফারুখ শহরে পাকিস্থান পিউপিলস পার্টির জনসভা থেকে গিলানি পুত্রকে অপহরণ করে দুষ্কৃতীরা। সমাবেশ স্থলে গুলি চালিয়ে ঢুকে পড়ে অপহরণকারীরা। আলি হায়দরের সেক্রেটারি মহিয়ুদ্দিনকে খুন করা হয়। আহত হন আরও পাঁচজন। ১১ তারিখের নির্বাচনী প্রচার চলাকালীন এই ঘটনা ঘটে বলে পুলিস জানিয়েছে।

সুত্রের খবর, মুলতানে প্রচার না করার জন্য আলি হায়দরকে আগেই হুঁশিয়ারি দিয়েছিল জঙ্গি সংগঠনগুলি।

First Published: Thursday, May 9, 2013, 14:50


comments powered by Disqus