Last Updated: October 16, 2012 21:13

পুলিস সেজে তোলা আদায় করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল চার দুষ্কৃতী। এরপর স্থানীয় বাসিন্দাদের হাতে গণপিটুনি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির চাউলখোলা অঞ্চলে।
কাঁথি থানার পুলিসকর্মীর পরিচয় দিয়ে বাজার থেকে তোলা আদায় করতে বেরিয়েছিল ৪ ব্যক্তি। দুষ্কৃতীদের গাড়িতে ছিল পুলিস স্টিকার। সন্দেহ হওয়ায় তাদের জেরা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জেরায় ধরা পড়ে যায় আসল পরিচয়। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস।
পুলিস সূত্রে জানা গেছে চার দুষ্কৃতী কাঁথির মহিষগোট অঞ্চলের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকা থেকে এভাবেই টাকা তুলছিল তারা।
First Published: Tuesday, October 16, 2012, 21:20