Last Updated: January 4, 2014 21:31

গ্রামীণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ নিখরচায় পৌছে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একথা জানিয়েছেন। তাতে বলা হয়েছে, গ্রামাঞ্চলের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে রাজ্য সরকার। গ্রামাঞ্চলের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেসব পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা আছে, তাও বিনামূল্যে করাতে পারবেন গ্রামীণ মানুষ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মালদা মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে ৪৫০ কোটি টাকা ব্যয়ে আরও উন্নতমানের করা হচ্ছে। এই সব মেডিক্যাল কলেজগুলিতেও অঙ্কলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি, পেডিয়াট্রিক সার্জারি ও ট্রমা কেয়ারের মতো জরুরি পরিষেবা মিলবে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে ৩৫টি মাল্টি ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
First Published: Saturday, January 4, 2014, 21:31