নন্দনে ফরাসি চলচ্চিত্র উত্‍সবে সাড়া মিলল

নন্দনে ফরাসি চলচ্চিত্র উত্‍সবে সাড়া মিলল

নন্দনে ফরাসি চলচ্চিত্র উত্‍সবে সাড়া মিললনন্দন প্রক্ষাগৃহে শুরু হল দুদিনব্যাপী ফরাসি চলচ্চিত্র উত্সব। রবিবার এই উত্সবে বেশ ভিড় হল। এই চলচ্চিত্র উত্সবে মোট ছটি ফরাশি ছবি দেখানো হল।  

গতকাল এই ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি কনসাল জেনারেন ফ্যাব্রিস আতিয়েম। ছিলেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিয়ান আমানিও। তিনিই এবারের ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালনার দায়িত্বে আছেন।

First Published: Sunday, March 10, 2013, 11:06


comments powered by Disqus