Last Updated: January 26, 2014 11:26

বান্ধবী ভ্যালেরি ত্রিয়েরউইলারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অল্যান্দ। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কোনও এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন ফরাসী প্রেসিডেন্ট।
সপ্তাহ দুয়েক আগে এক ফরাসি ম্যাগাজিনে খবরও বেরিয়েছিল সেই অভিনেত্রীর নাম জুলিয়া গায়েট। তিনি আবার সোসালিস্ট পার্টির সমর্থকও বটে। দুহাজার ছয় সাল থেকে ভ্যালেরি ত্রিয়েরউইলারের সঙ্গে সম্পর্ক ছিল অল্যান্দের। দুহাজার বারোর নির্বাচনের প্রচারেও দুজনকে দেখা গিয়েছিল পাশাপাশি।
শোনা যাচ্ছে বিচ্ছেদের খবরে ভেঙে পড়েছেন ফ্রান্সের প্রাক্তন ফার্স্ট লেডি। গত আটদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। বিচ্ছেদের ঘোষণার পর ফরাসি প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে বেড়িয়ে গেছেন তিনি। টুইটে প্রেসিডেন্টের প্রাসাদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। একটি সেবামূলক অনুষ্ঠানে যোগ দিতে শীঘ্রই তাঁর ভারতে আসার কথা রয়েছে।
First Published: Sunday, January 26, 2014, 11:26