Last Updated: May 23, 2013 18:54

হিন্দু ব্রাক্ষ্মণ শুদ্ধ শাকাহারি কন্যার পাতে যদি হঠাত্ পড়ে ব্যাং ভাজা? বা হাঁসের মাংসের কুচি? তিনি কি নাক সিঁটকোবেন, নাকি সৌজন্যের খাতিরে মুখে তুলেই নেবেন খাবার? এমনটাই ঘটল কান ফিল্ম ফেস্টিভ্যালে। দক্ষিণী ব্রাক্ষ্মণ নিরামিষাশী বিদ্যা বালনকে খেতে দেওয়া হল হাঁস, মুরগী এমনকী ব্যাংও।
কান জুরির বিশেষ লাঞ্চে ছিল এলাহি আয়োজন। সম্পূর্ণ ফরাসি খাবারের তালিকায় ছিল ফ্রিকাসে অফ ফ্রগ অ্যান্ড ক্লামস উইথ ফোম শেল, গ্রানিতা লেমন মার্মালেড সাইট্রাস লেমনসেলো, ব্রিজ চিকেন ব্রেস্ট, লেগ রাভিওলি উইথ ফোই গ্রাস, ট্রাউ ম্যাড বিস্কিট, রাম ভিক্টোরিয়া হোয়াইট অ্যান্ড পাইনাপেল, রোস্টেড কোকোনাট আইসক্রিম ও ললিপপ চকোলেট রাম মেরিঞ্জ। স্টিভেন স্পিলবার্গ, নিকোল কিডম্যান, লিন র্যামসে, নাওমি কাওয়াসে, অ্যাং লি ও ড্যানিয়েল অটেইলের সঙ্গে একই টেবিলে বসে সেই খাবার খেলেন বিদ্যাও।
First Published: Thursday, May 23, 2013, 18:54