Last Updated: November 15, 2012 23:05

কিংবদন্তিতে থেকে আজ ভিলেন। বিশ্বখ্যাত সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রংয়ের নিজে হাতে গড়া লিভস্ট্রং ফাউন্ডেশনের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গেল। নতুন কমিটি আসার পর সোসাইটি থেকে নাম কেটে দেওয়া হয় আর্মস্ট্রংয়ের। অতীতে সভাপতি পদ এবং কার্যকরি সমিতির পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন এই বিতর্কিত মার্কিন সাইক্লিস্ট। আর্মস্ট্রংয়ের সমস্ত স্মৃতিকে মুছে ফেলে ইতিমধ্যেই নতুন নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছে এই সংস্থা। ক্যান্সার আক্রান্ত রোগিদের সাহায্য করত এই সোসাইটি।
First Published: Thursday, November 15, 2012, 23:05