``ফ্রোজেন``-এর জমাটি গোল্ডেন গ্লোব জয়

``ফ্রোজেন``-এর জমাটি গোল্ডেন গ্লোব জয়

``ফ্রোজেন``-এর জমাটি গোল্ডেন গ্লোব জয়জমিয়ে দিল 'ফ্রোজেন'। রবিবার ২০১৩ সালের শ্রেষ্ঠ অ্যানিমেশন ছবির গোল্ডেন গ্লোব জিতে নিল ক্রিস বাক ও জেনিফার লি-এর এই মজাদার কার্টুন ছবি।

এ বছরে অ্যানিমেশ ছবির ক্যাটাগরিতে লড়াইটা বেশ কঠিন ছিল। যুদ্ধে ছিল বাজার মাত করা ''দ্য ক্রুড'' আর ''ডেসপিকাবল মি টু''। কিন্তু শেষ হাসিটা হাসল ওয়াল্ট ডিজনির মিউজিক্যাল ফ্যান্টাসি ছবি ''ফ্রোজেন''।

''ফ্রোজেন'' এক অকুতভয় রাজকন্যার গল্প। যে রাজকন্যা নিজের হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বার করে। রাজকন্যের সেই বোনেড় আবার বরফ আর তুষার তৈরি করার অদ্ভুত ক্ষমতা ছিল।




``ফ্রোজেন`` এক অকুতভয় রাজকন্যার গল্প। যে রাজকন্যা নিজের হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বার করে। রাজকন্যের সেই বোনেড় আবার বরফ আর তুষার তৈরি করার অদ্ভুত ক্ষমতা ছিল।


First Published: Monday, January 13, 2014, 16:01


comments powered by Disqus