ফ্রোজেন মার্গারিটা

ফ্রোজেন মার্গারিটা

ফ্রোজেন মার্গারিটাচৈত্র মাস পড়তেই গরম জানান দিচ্ছে সে এসে গেছে। আগামী তিন মাস জাঁকিয়ে রাজত্ব করবে সে। তাই গরমের শুরুতেই রইল বরফ ঠান্ডা মার্গারিটার এই সহজ রেসিপি।

কী কী লাগবে

টাকিলা-৬ আউন্স
ফ্রজেন স্ট্রবেরি-৮ আউন্স
লাইম-এড(ঘন ও ফ্রজেন)-৪ আউন্স
বরফ-৫ কাপ
নুন


কীভাবে বানাবেন

গ্লাসের ধার জল দিয়ে ভিজিয়ে নুন লাগিয়ে নিন। ব্লেন্ডারে ২০ সেকেন্ড ধরে বরফ ভাল করে ক্রাশ করে নিন। বরফের মধ্যে স্ট্রবেরি, অ্যালকোহল ও জুস মিশিয়ে ভাল করে মিহি করে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে নিয়ে পরিবেশন করুন।





First Published: Friday, April 5, 2013, 16:59


comments powered by Disqus