গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় উদ্বাস্তুর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় উদ্বাস্তুর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় উদ্বাস্তুর সংখ্যা ২০ লক্ষ ছাড়ালগৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় উদ্বাস্তুর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। দেশের মধ্যেই ঘরছাড়া ৪৫ লক্ষ মানুষ। এত মানুষের ভরণপোষণ নিয়ে চিন্তিত রাষ্ট্রসংঘ। সিরিয়ার সঙ্কটকে শতাব্দীর সবচেয়ে বেদনাদায়ক ঘটনা বলেছে তারা।

আড়াই বছর আগে সিরিয়ার জনসংখ্যা ছিল ২ কোটি। কিন্তু, গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে গুলিয়ে গিয়েছে রাষ্ট্রসংঘের সেই হিসেব। যুদ্ধবিধ্বস্থ সিরিয়ায় প্রথম দুবছরে দেশ ছেড়েছেন দশ লক্ষ মানুষ। সংঘর্ষ তীব্র হওয়ার পর গত ছমাসে দেশ ছেড়েছেন আরও দশ লক্ষ।

যদিও এই হিসেব সরকারিভাবে সীমান্ত পেরিয়ে রাষ্ট্রসংঘের তথ্যপুঞ্জীতে নাম নথিভুক্ত করা সিরিয়াবাসীর তালিকা থেকে তৈরি। রাষ্ট্রসংঘের আশঙ্কা আসলে উদ্বাস্তুর সংখ্যা এর থেকে অনেক বেশি। সিরিয়ার সীমান্তের ভিতরেই গৃহহীন প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এখন বাঁচার রাস্তা খুঁজছেন। সিরিয়ার সঙ্কটকে ভিয়েতনামের সঙ্গে তুলনা করছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।
 
সিরিয়ায় সবচেয়ে খারাপ পরিস্থিতি শিশুদের। দেশের ৩৯ শতাংশ শিশুই স্কুলছুট। গত আড়াইবছরে ধ্বংস হয়েছে তিন হাজার স্কুলবাড়ি। আরও একহাজার স্কুলবাড়ি ঘরছাড়াদের দখলে। গৃহযুদ্ধে গত আড়াইবছরে মৃত্যু হয়েছে একলক্ষ মানুষের।

First Published: Wednesday, September 4, 2013, 09:39


comments powered by Disqus