Last Updated: August 1, 2012 11:43

সিপিআইএমের মুখপত্র গণশক্তির জন্য তহবিল সংগ্রহে আজ কলকাতায় পথে নামছেন দলের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য বিমান বসু। সিপিআইএমের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্য সরকার গণশক্তি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। এ ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতিরও তোয়াক্কা করা হচ্ছে না।
রাজ্যের বহু জায়গায় শাসক দলের তরফে গণশক্তি বিক্রি করতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অর্থসংকটের মুখে পড়ছে সিপিআইএমের দৈনিক মুখপত্র। সেই কারণেই তহবিল সংগ্রহে আজ পথে নামছেন সিপিআইএম নেতারা।
First Published: Wednesday, August 1, 2012, 11:43