Last Updated: July 31, 2012 22:49

করলার পর এবার গদাধর। গত বছর নভেম্বর মাসে মারাত্বক বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় করলা নদীর মত্স ভাণ্ডার। সোমবার বিকেলে একই ঘটনার পূনরাবৃত্তি দেখা গেল জলপাইগুড়ির গদাধর ক্যানেলে। বিষক্রিয়ার জেরেই ক্যানেলের মাছ মরে যেতে শুরু করে।
গত বছর নভেম্বর মাসে বিষক্রিয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির করলা নদীর মত্স ভাণ্ডার। নদীর একটা বড় অংশের মাছ মরে যায়। সোমবার বিকেলে একই ঘটনার ঘটল জলপাইগুড়ির গদাধর ক্যানেলে। বিষক্রিয়ার জেরে ক্যানেলের মাছ মরে যেতে শুরু করে। জলে ভেসে উঠতে থাকে কই, শোল, খলসে, পুটির মত নানা রকম মাছ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বা কারা ক্যানেলের জলে বিষ মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
তবে রাত পর্যন্ত বিষক্রিয়ার কারণ চিহ্নিত করা যায়নি। মত্স দফতরের কোনও প্রতিনিধি ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিষক্রিয়ার পর ক্যানেলের মাছ বিক্রির ওপর পার্শবর্তী বাজারে মাছ বিক্রির ওপর কোনও নিষেধাজ্ঞাও জারি করা হয়নি।
First Published: Tuesday, July 31, 2012, 22:52