গোপনে সমাধি, Gaddafi burial

গোপনে সমাধি

গোপনে সমাধিলোকচক্ষুর অন্তরালে সমাধিস্থ করা হবে মুয়াম্মর গদ্দাফিকে। এমনই পরিকল্পনা লিবিয়ার বর্তমান প্রশাসনের। তবে, কোথায় তাঁকে সমাধিস্থ করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি লিবিয়ার অন্তবর্তী সরকার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল। আজ সকাল পর্যন্ত মিসরাতায় গদ্দাফির মৃতদেহ ছিল বলে খবর।  গতকাল, নিজের জন্মস্থান সির্তেয় গদ্দাফির মৃত্যুর পর এবার ন্যাটো লিবিয়ায় তাদের অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই এব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী অ্যালান জুপ্পে। এর আগে, সাদ্দাম হুসেনকে তাঁর জন্মস্থান তিকরিতে গোপনে সমাধিস্থ করেছিল মার্কিন সেনারা। ওসামা বিন লাদেনের মৃতদেহেরও অন্তিম সংস্কার হয়নি।  

First Published: Friday, October 21, 2011, 16:05


comments powered by Disqus