Last Updated: October 13, 2011 14:57

মুয়াম্মর গদ্দাফির পুত্র মুতাসিমকে গ্রেফতার করার খবর অস্বীকার করেছে লিবিয়ার ক্ষমতাশীন এনটিসি। গুজব ছড়িয়েছিল গদ্দাফির জন্মস্থল সির্তে থেকে গ্রেফতার করা হয়েছে মুতাসিমকে। মুতাসিম গদ্দাফি একসময় লিবিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছিল গত কয়েকদিন সির্তের হাসপাতালে লুকিয়ে ছিলেন মুতাসিম। স্থানীয় একটি পরিবারের সঙ্গে গাড়ি করে পালানোর সময় গদ্দাফি বিরোধী বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। মুতাসিমকে জেরা করা হচ্ছে বলেও খবর রটে যায়। এরপর থেকেই ত্রিপোলি, বেনগাজি, মিসরাতাসহ বিভিন্ন শহরে উত্সবে মেতে ওঠেন গদ্দাফি বিরোধীরা। কিন্তু পরে লিবিয়ার এনটিসি স্পষ্ট করে দেয় সির্তে থেকে মুতাসিম ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করা হলেও গদ্দাফি পুত্রের কোনও খোঁজ মেলেনি।
First Published: Thursday, October 13, 2011, 22:52