Last Updated: January 24, 2013 16:20

প্রাক্তন বিজেপি সভাপতি নিতিন গড়কড়ি তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে বুধবার উড়িয়ে দিলেন। এই সমস্ত অভিযোগই আসলে ইউপিএ আর কংগ্রেসের চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। শুধুমাত্র তাই নয় আয়কর দফতরের যে সমস্ত অফিসাররা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁর ফার্মে হানা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে তাঁদেরকে দেখে নেওয়ার হুমকিও দিলেন গড়কড়ি।
আর্থিক কেলেঙ্কারির জেরে দ্বিতীয়বারের জন্য প্রায় নিশ্চিত হওয়া দলীয় সভাপতির পদ হাতছাড়া হয়েছে গড়কড়ির। নাগপুরের সভায় বৃহস্পতিবার জমে থাকা সব ক্ষোভ উগড়ে দিলেন তিনি। জানিয়ে দিলেন কংগ্রেস জমানা শেষের মুখে। তাঁর দল ক্ষমতায় এলে এই সব অফিসারদের রক্ষা করার জন্য কোন চিদম্বরম বা সোনিয়া গান্ধী থাকবেন না বলেও জানালেন তিনি।
নিতিন গড়কড়ি দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন গড়কড়ি।
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার আয়কর দফতরের অফিসারদের হুমকি দিলেন গড়কড়ি।
First Published: Thursday, January 24, 2013, 16:20