ফর্মে ফিরলেন গগন নারাং

ফর্মে ফিরলেন গগন নারাং

ফর্মে ফিরলেন গগন নারাংআবার ফর্মে ফিরলেন কমনওয়লথ গেমসে চ্যাম্পিয়ন শুটার গগন নারাং। পঞ্চান্নতম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশীপে পঞ্চাশ মিটার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন নারাং। এয়ার ইন্ডিয়া দলের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপে প্রতিনিধিত্ব করা নারাং কমনওয়েলথ গেমসের পর বেশ কয়েকটি টুর্নামেন্টে অফফর্মে ছিলেন। পঞ্চাশ মিটার রাইফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন সঞ্জীব রাজপুত।তৃতীয় স্থান পেয়েছেন ইমরান খান।

First Published: Wednesday, November 23, 2011, 20:25


comments powered by Disqus