গণধর্ষণের আতঙ্ক ভুলতে পারছে না মুর্শিদাবাদের হাইস্কুলের ষষ্ঠশ্রেণীর ছাত্রী

গণধর্ষণের আতঙ্ক ভুলতে পারছে না মুর্শিদাবাদের হাইস্কুলের ষষ্ঠশ্রেণীর ছাত্রী

একসপ্তাহ পেরিয়ে গেলেও গণধর্ষণের আতঙ্ক ভুলতে পারছে না মুর্শিদাবাদের হাজিডাঙা হাইস্কুলের ষষ্ঠশ্রেণীর ছাত্রী। ২২ ফেব্রুয়ারি সন্ধেবেলায় বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে দুই যুবক। ওই দুই যুবক তাঁকে মোটরবাইকে করে তুলে নিয়ে ধর্ষণের পর ফের গ্রামে ফিরিয়ে দিয়ে যায়।

থানায় অভিযোগ জানানোর পর এক অভিযুক্ত আত্মসমর্পণ করেছে। অন্য এক অভিযুক্ত এখনও অধরা। অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারের উপরে চাপ দিচ্ছে ওই অভিযুক্ত। মেয়েকে স্কুলে পাঠাতেও সাহস পাচ্ছেন না মা-বাবা। স্কুলে পাঠালে নির্যাতিতাকে অপহরণ করা হতে পারে বলে বাবা-মায়ের আশঙ্কা। হাজিডাঙা স্কুলের প্রধান শিক্ষক নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে পুলিসি নিরাপত্তা না পাওয়ায় অভিযোগকারিণীর পরিবার আতঙ্কে ভুগছে।

First Published: Sunday, March 2, 2014, 18:56


comments powered by Disqus