গান্ধীগিরি ছেড়ে এবার পুলিসগিরি

গান্ধীগিরি ছেড়ে এবার পুলিসগিরি

গান্ধীগিরি ছেড়ে এবার পুলিসগিরি বাস্তব জীবনে তিনি এখন গরাদের পিছনে। পরনে কয়েদির পোশাক। তবে পর্দায় খাকি উর্দিতে আসতে কোনও বাধা নেই। জেলে যাওয়ার আগেই পুলিসগিরি ছবির শুটিং শেষ করেছেন সঞ্জয় দত্ত। মঙ্গলবার মুক্তি পেল পুলিসগিরির ট্রেলর।

এই ছবিতে পুলিসের ভূমিকায় দেখা যাবে সঞ্জয়কে। পরিচালক কে এস রবিকুমারের ছবিতে রয়েছেন প্রকাশ রাজ ও প্রাচী দেশাইও। আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে পুলিসগিরি।

First Published: Wednesday, May 29, 2013, 18:18


comments powered by Disqus