ভূতের ভবিষ্যত এবার গ্যাং অফ ঘোস্ট

ভূতের ভবিষ্যত এবার গ্যাং অফ ঘোস্ট

ভূতের ভবিষ্যত এবার গ্যাং অফ ঘোস্ট বছর দুই আগে বাংলার বক্সঅফিস কাঁপিয়েছিল একদল ভূত। ভূতেদের ভবিষ্যত নিয়ে সেই ছবি এতটাই মজিয়েছিল দর্শকদের যে তখনই হিন্দি রিমেকের পরিকল্পনা করে ফেলেছিলেন পরিচালক সতীশ কৌশিক। সেই গ্যাং অফ গোস্ট মুক্তি পেতে চলেছে আগামী ২১ মার্চ।

ভূতের ভবিষ্যতে অনীক দত্ত আবিষ্কার করেছিলেন নতুন স্বস্তিকাকে। এই ছবিতে স্বস্তিকার চরিত্রে অভিনয় করেছেন মাহি গিল। মাহি মনে করেন ছবি দেখে তাঁর প্রেমে পড়ে যাবে দর্শক। বললেন,আমি নিশ্চিত ছবি দেখে দর্শক ভূতেদের প্রেমে পড়ে যাবে। তবে আমি খুব ভূতের ভয় পাই। যেখানেই থাকি বাড়ি বা হোটেলের ঘর, সস আলো জালিয়ে রাখি সবসময়।

ছবিতে রয়েছেন শরমন যোশি, রাজপাল যাদব, অনুপম খের, চাঙ্কি পান্ডে, সৌরভ শুক্লা, মীরা চোপড়া ও পরমব্রত চট্টোপাধ্যায়।


First Published: Friday, March 14, 2014, 22:09


comments powered by Disqus