দিল্লি ধর্ষণকাণ্ড: শুনানিতে মিডিয়ার প্রবেশে উঠল নিষেধাজ্ঞা

দিল্লি ধর্ষণকাণ্ড: শুনানিতে মিডিয়ার প্রবেশে উঠল নিষেধাজ্ঞা

দিল্লি ধর্ষণকাণ্ড: শুনানিতে মিডিয়ার প্রবেশে উঠল নিষেধাজ্ঞা দিল্লি গণধর্ষণ মামলার দৈনন্দিন শুনানিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা তুলে নিল দিল্লি হাইকোর্ট।

গত বছরের ডিসেম্বরে রাজধানীর রাজপথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছরের এক তরুণী। ধর্ষণের সঙ্গেই তার উপর চালানো হয় পৈশাচিক অত্যাচার। ডিসেম্বরের ২৯ তারিখ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্ত ছ`জনকে। গঠিত হয় ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু প্রাথমিক ভাবে নিরাপত্তার খাতিরে এজলাসে সংবাদমাধ্যমের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন জানান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

সেই আবেদনের ভিত্তিতেই আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শাকধের জানিয়েছেন শুনানির সময় ফাস্ট ট্র্যাক কোর্টে এজলাসে সর্বভারতীয় দৈনিকগুলির একজন করে প্রতিনিধি থাকতে পারবেন।

তবে এর সঙ্গেই সংবাদমাধ্যমের উপর কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে। শুনানি চলাকালীন কোনও ভাবেই মেয়েটিবার তার পরিবারের নাম এজলাসের বাইরে আসতে না পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে।

First Published: Friday, March 22, 2013, 14:47


comments powered by Disqus