Last Updated: June 25, 2014 14:37
ফের কলকাতার বুকে গণধর্ষণ। হেস্টিংস ব্রিজের নীচে রবিবার রাতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়। ট্যাক্সিতে তুলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আজ পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ওই তরুণী স্থানীয় একটি ঝুপড়ির বাসিন্দা। তরুণীর করা অভিযোগের ভিত্তিতে মনোজ নাথ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে। তবে তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিসের দাবি। সে সব অসঙ্গতিও খতিয়ে দেখা হচ্ছে।
First Published: Wednesday, June 25, 2014, 14:37