মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়

মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়

মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়মাথায় বন্দুক ঠকিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনার কালনার বাধাগাছি গ্রাম। মুখ খুললেই গৃহবধুকে খুন করা হবে। এমনই হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযুক্ত তিন জন। প্রথমটায় ভয়ে কাঁটা হয়ে থাকলেও পরে বাড়ির সকলকে গণধর্ষণের কথা জানান ওই মহিলা। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালচ্ছে পুলিস।







First Published: Monday, May 6, 2013, 15:45


comments powered by Disqus