Last Updated: October 15, 2013 22:54

ভাসানের পর এবার সাফাইয়ের পালা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত শেষ করতে হবে সাফাইয়ের কাজ। একাদশীর সকাল থেকেই তাই যুদ্ধকালীন তত্পরতায় গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু করেছেন পুরকর্মীরা।
বিসর্জনের বিষন্নতা নদীর জলে। গভীর রাত পর্যন্ত চলে প্রতিমা নিরঞ্জন। দিনের আলো ফুটতে না ফুটতেই পাল্টে গেছে নদীর চেহারা। একাদশীর সকাল থেকেই কর্মব্যস্ত গঙ্গাবক্ষ। বাজে কদমতলা,নিমতলা,বাবুঘাটে প্রতিমার কাঠামো তোলায় ব্যস্ত পুরসভার সাফাই কর্মীরা। যুদ্ধকালীন তত্পরতায় চলেছে সাফাইয়ের কাজ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই সারতে হবে সাফাইয়ের কাজ। ঘুম ছুটেছে প্রশাসনের। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলে সাফাইয়ের কাজ। ক্রেন, পে লোডার নিয়ে সাফাইয়ের কাজে লাগানো হয় পুরসভার ৫০০ কর্মী ও ৫০টি গাড়ি । সাফাইয়ের কাজে মাঝে মধ্যেই বাধ সেধেছে বৃষ্টি।
কলকাতা পুরসভার অধীনে মোট সতেরোটি গঙ্গার ঘাটে শুরু হয়েছে সাফাইয়ের কাজ। গঙ্গার ঘাট ছাড়াও পুরসভার অধীন আরও আটাশটি পুকুরেও প্রতিমা তোলার কাজ করেন পুরকর্মীরা।
First Published: Tuesday, October 15, 2013, 22:54