পূণ্য লাভের আশায় লাখো মানুষের ডুব গঙ্গাসাগরে

পূণ্য লাভের আশায় লাখো মানুষের ডুব গঙ্গাসাগরে

পূণ্য লাভের আশায় লাখো মানুষের ডুব গঙ্গাসাগরেমকর সংক্রান্তির ভোরে লাখ মানুষ পূণ্যস্নান করলেন গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন লক্ষেরও বেশি পূণ্যার্থী এবার গঙ্গা সাগরে এসেছেন। রয়েছেন সাধু সন্তরা। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে আজ ভোর রাত থেকেই শুরু হয়েছে পূণ্যস্নান। পূণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জলপথে চলছে বিশেষ নজরদারি। বিপর্যয় মোকাবিলার জন্য রয়েছেন বিএসএফের জওয়ানরা। আগামিকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান।

মেলা উপলক্ষে গঙ্গাসাগর এখন মিনি শহর। থানা, কোর্ট, ব্যাঙ্ক, দোকান বাজার, হাসপাতাল। সব কিছুই রয়েছে এই শহরে। তবে মেলার কটা দিনই এই শহরের মেয়াদ। তারপর ফের জনহীন হয়ে পড়বে গঙ্গাসাগর।

জমজমাট গঙ্গাসাগর। মকর সংক্রান্তি উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে লক্ষ মানুষ এসে ভীড় জমিয়েছেন। মেলা উপলক্ষে তৈরি হয়েছে দোকান বাজার, হাসপাতাল, থানা কোর্ট। সব মিলিয়ে মেলার কয়েকদিন গঙ্গাসাগর হয়ে ওঠে ছোটখাট শহর।

পূন্যার্থীরা অনেকেই রীতিমতো সংসার পেতে ফেলেছেন গঙ্গাসাগরে। চলছে রান্নাবান্না- খাওয়াদাওয়া। বছরের এই কটা দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেন স্থানীয় বাসিন্দারা। মেলার দিনগুলির উপর অনেকটাই নির্ভর করে তাঁদের জীবন জীবীকা।

তবে এই মিনি শহরের স্থায়ীত্ব মাত্র মেলার কটা দিন। মকর সংক্রান্তির পর একে একে ফিরে যান পূণ্যার্থীরা। ফিরে যান মেলা উপলক্ষে আসা সরকারি কর্মী, বিভিন্ন সেচ্ছাসেবী সংঠনের সদস্যরা। তখন ফের অপেক্ষা শুরু হয় পরের বছরের জন্য।

First Published: Tuesday, January 14, 2014, 11:31


comments powered by Disqus