কাল স্নান, জমজমাজ গঙ্গাসাগর

কাল স্নান, জমজমাট গঙ্গাসাগর

কাল স্নান, জমজমাট গঙ্গাসাগররাত পোহালেই শুরু হবে মকর স্নান। পুণ্যস্নানের জন্য পুরোদস্তুর তৈরি গঙ্গাসাগর। এক দিকে কনকনে ঠান্ডার কামড়। অন্যদিকে, দুর্যোগের চাদর সরিয়ে ঝলমলে রোদ। মকর সংক্রান্তি উপলক্ষে উত্সবের মেজাজে সাগরতীর্থ। লঞ্চ জেটি থেকে কপিল মুনির আশ্রম, সব জায়গাতেই মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে এবার কুম্ভ না থাকায়, আরও বেশি পুণ্যার্থী সমাগমের আশা করছে মেলা কর্তৃপক্ষ। সারাদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে।





First Published: Friday, January 13, 2012, 18:56


comments powered by Disqus