Last Updated: January 14, 2012 15:21

শনিবার ভোর রাত থেকে গঙ্গাসাগরে শুরু হয়েছে মকরসংক্রান্তির পুণ্যস্নান। তীর্থযাত্রীদের ভিড় থিক থিক করছে গোটা মেলা চত্বরে। আজ ও কাল, দুদিন চলবে পূণ্যস্নান। প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে সাগর মেলায়। দুর্যোগ কাটাতেই চেনা চেহারায় পৌষসংক্রান্তির গঙ্গাসাগর। স্নান সেরে ইতিমধ্যে বাড়ির পথও ধরেছেন অনেকে।
First Published: Saturday, January 14, 2012, 15:21