গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কোটি টাকার কটেজ এখন দুয়োরানি

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কোটি টাকার কটেজ এখন `দুয়োরানি`

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কোটি টাকার কটেজ এখন `দুয়োরানি`মুখ্যমন্ত্রীর জন্য কয়েক কোটি টাকা খরচ করে গঙ্গাসাগরে তৈরি হয়েছিল সেগুন কাঠের কটেজ। মুখ্যমন্ত্রী তো আসেনইনি। কোনও পর্যটককেও থাকতে দাওয়া হয়নি ওই কটেজে। রক্ষণাবেক্ষণের অভাবে এখন নষ্ট হতে বসেছে কটেজটি। যদিও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির দাবি যে কেউই ইচ্ছা করলে ওই কটেজে থাকতে পারেন।

ক্ষমতায় এসে গঙ্গাসাগরে ইকো টুরিজম গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে তাঁর জন্য সেগুন কাঠের কটেজ তৈরি হয়েছিল গঙ্গা সাগরে । মুখ্যমন্ত্রীর মনের মতো করে কটেজ তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হয়েছিল সরকারের। কিন্তু মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসেননি। পর্যটকদের জন্যও খুলে দেওয়া হয়নি কটেজটি। সর্বসাধারণের ওই কটেজে প্রবেশ নিষেধ। যদিও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি,শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য কটেজটি তৈরি হয়নি। যে কোনও পর্যটকই ওই কটেজটি ভাড়া নিয়ে থাকতে পারেন।

ভীড় উপছে পড়ছে গঙ্গাসাগর মেলায়। পূণ্যার্থীদের সঙ্গে রয়েছেন দেশ বিদেশের পর্যটকরাও। তবে এবছরও অন্য কারওর জন্য খোলা হয়নি কটেজের দরজা। কটেজটি দেখাশোনার জন্য বহাল করা হয়েছে বেশ কয়েকজন কর্মীকে। তার পরেও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে কোটি টাকা ব্যয়ে নির্মিত কটেজটি।

First Published: Tuesday, January 14, 2014, 11:36


comments powered by Disqus