Last Updated: May 3, 2014 01:16
অপহরণের বেশ কিছুক্ষণ পরে গুরুতর জখম অবস্থায় বিজয় সাঁফুইকে পাওয়া যায়। অপহৃত ট্রেনযাত্রী কালাম হোসেনও কোনও রকমে পালিয়ে বেঁচেছেন বলেই অনুমান। সোনারপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে আরেক অভিজ্ঞতা হল চিটফান্ডে প্রতারিতদের। প্রথমে পুলিস অভিযোগ নিতেই রাজি হয়নি। শেষ পর্যন্ত অসীম চ্যাটার্জি, সুনন্দ সান্যালরা থানায় যাওয়ার পরে পুলিস অভিযোগ নিতে বাধ্য হয়।
শুক্রবার সকালে তৃণমূল সমর্থকেরা যখন গড়িয়া স্টেশনে অবরোধ তোলার নামে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছিলেন তখন পুলিস ছিল স্রেফ দর্শক। সোনারপুর থানায় অভিযোগ জানাতে গিয়েও ফের হেনস্থা। থানা থেকে বলা হয়, জিআরপি থেকে লিখিয়ে না আনলে অভিযোগ নেওয়া হবে না। এরমধ্যেই থানায় পৌছে যান চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরামের আহ্বায়ক অসীম চ্যাটার্জি, শিক্ষাবিদ সুনন্দ সান্যালরা। দীর্ঘ টালবাহানার পরে শেষ পর্যন্ত অভিযোগ নিতে বাধ্য হয় পুলিস।
থানায় হাজির হন অপহৃত বিক্ষোভকারী বিজয় সাঁফুইও। ভোটের মুখে সারদা ইস্যুতে তৃণমূল কতটা চাপে, শুক্রবারের গড়িয়া স্টেশন হয়তো তারই সাক্ষী থেকে গেল।
First Published: Saturday, May 3, 2014, 01:16