গড়িয়াহাটে উপচে পড়া ভিড়ে চলছে পুজোর আগের শেষ শনিবাসরীয় শপিং

গড়িয়াহাটে উপচে পড়া ভিড়ে চলছে পুজোর আগের শেষ শনিবাসরীয় শপিং

Tag:  gariahat Puja
গড়িয়াহাটে উপচে পড়া ভিড়ে চলছে পুজোর আগের শেষ শনিবাসরীয় শপিংপুজোর আগের শেষ শনিবার। কাল রবিবার ছুটির দিনে ভিড় আরও বাড়বে। তার ওপর রয়েছে বৃষ্টির ঝুঁকি। ফলে গড়িয়াহাটে আজ কেনাকাটার উপচে পড়া ভিড়। পা ফেলার জায়গা নেই।     

গড়িয়াহাট বাজার জুড়ে এই শব্দ।  বাজার বললে ভুল, যেন যুদ্ধের ময়দান। সবাই জিততে চাইছেন। ফুটপাথে পা রাখাই দায়।  তবু সব্বাই কুল।

কুর্তি,চুরিদার-শাড়ির বাহার--গাড়িয়াহাটে আজ মিলে সুর তুমহারা-হামারা।  ভিড়  ফ্যাশন দুরস্ত কানের দুল, টিপের দোকানে।
 
গড়িয়াহাটের ফুটপাথ রেডি পুজোর সাজ সাজিয়ে দিতে, হাতে মেহেন্দি করিয়ে নিতেও বাধা নেই।  

বেলা যত গড়িয়েছে ভিড় বেড়েছে তত। সন্ধে নামতেই গোটা গড়িয়াহাট বাজার যেন জনসমুদ্র।
 
 

First Published: Saturday, October 5, 2013, 18:30


comments powered by Disqus