Gas pricing issue: Arvind Kejriwal wants Narendra Modi to explain Ambani links

গ্যাসের দাব বৃদ্ধির জবাব চেয়ে মোদীকে চিঠি কেজরিওয়ালের

গ্যাসের দাব বৃদ্ধির জবাব চেয়ে মোদীকে চিঠি কেজরিওয়ালের  লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রজনৈতিক তরজার পারদ। শুক্রবারও গ্যাসের দাম নিয়ে বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে তার অবস্থান স্পষ্ট করতে বললেন অরবিন্দ এজরিওয়াল। কেজরিওয়ালের দাবি মুকেশ আম্বানির সঙ্গে ভারতীয় জনতা পার্টির কী সম্পর্ক, তা স্পষ্ট করুণ মোদী।

দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টি প্রধান বলেন, তিনি গুজরাত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে আম্বানি প্রসঙ্গে মোদীর জবাব চেয়েছেন কেজরিওয়াল।

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব আম আদমির নেতারা। অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কংগ্রেস সরকার তেল মালিক সংস্থাগুলির সঙ্গে ষড়যন্ত্র করে গ্যাসের দাম বাড়িয়েই চলেছে। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রিলায়েন্স কর্পোরেশন ও তাঁর মালিক মুকেশ আম্বানিকে।

ভোটের আগে বিজেপি প্রাচারের জন্য যে বিপুল পরিমানে টাকা খরচা করছে, তাঁর উৎস কী? মোদীকে পাঠানো চিঠিতে তা জানতে চেয়ছেন কেজরিওয়াল। নির্বাচনি প্রচারে হেলিকাপ্টার হাঁকিয়ে উড়ে বেড়াচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তার জবাবও প্রকাশ্যে রাহুলকে দিতে হবে জানিয়েছেন কেজরিওয়াল।

First Published: Friday, February 21, 2014, 16:13


comments powered by Disqus